ইয়াসীন ত্বোহা তোমার লকব জানি
ইয়াসীন ত্বোহা তোমার লকব জানি
নাম মুহাম্মাদ মোর প্রেমের রাজধানী
সে নাম পেয়ে কুল মাখলুক সবে
সে নাম পেয়ে কুল মাখলুক সবে
তুলে মারহাবা মারহাবা ধ্বনি
তুলে মারহাবা মারহাবা ধ্বনি
যে নূর জললো রবিউল আউয়ালে
আজীবন উম্মাতী গেলো বলে
যে নূর জললো রবিউল আউয়ালে
আজীবন উম্মাতী গেলো বলে
সে নূর দেখে অবাক চাঁদ আসমানী
সে নূর দেখে অবাক চাঁদ আসমানী
ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না
যার পরশে সোনার ও মদীনা
ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না
যার পরশে সোনার ও মদীনা
চুমু খেয়ে ক্বদম পাক নূরানী
চুমু খেয়ে ক্বদম পাক নূরানী
কাল হাশরে সবার মুখে মুখে
নাফসী রবে কাহহার নামের দুখে
কাল হাশরে সবার মুখে মুখে
নাফসী রবে কাহহার নামের দুখে
পেতে চাই সেদিন আমি তব হাতে কাওছার
যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার
শাফায়াত চাই যে আমি ও শাফিয়ে মাহশার তোমার সাথে তোমার সাথে ফিরদাউসে গিয়ে
দেখতে চাই তব চেহরা নূরানী