নীল আকাশ আর আর নীল সব বেদনা , এক হয়ে মিশে আজ একাকার
তোমার চোখে তারার স্বপ্ন যেন জ্বলে থাকার এক অবোধ মায়া
আমার সব চাওয়া আজ আর নেই , যেন মুক্তির মুহূর্তে
তোমার চেয়ে থাকা স্বপ্নসুর আমার কোলাহলে
রূপকথা সব ফিরে যায় , মরে যাওয়া ক্যানভাসে।।
জোছনার এই বৃষ্টিতে যেন ছায়া ও প্রাণের মেলানকলি
থেমে যাওয়া প্রাণ আর
থেকে থেমে যাওয়া গানের শেষ সুরের আর্তনাদ
কৃত্রিম সব অনুভুতির ভিড়ে চেয়ে থাকে যেন ভালোবাসা আগের সুরে
নতুন পৃথিবী , পুরান আকাশ
হাসে আজ উপহাসে
তোমার চেয়ে থাকা স্বপ্নসুর আমার কোলাহলে
রূপকথা সব ফিরে যায় , মরে যাওয়া ক্যানভাসে।।
চেনা ছায়া , অচেনা শরীর
ভিন্ন যেন দেয়ে দেখার চোখ
ছবির পাতায় জমে ধুলো
মৃত্যুর উৎসব কবে ফুরোলো
সময় যেন থেমে এখন
স্থবির আমার জীবন যাপন
কৃত্রিম সব অনুভুতির ভিড়ে চেয়ে থাকে যেন ভালোবাসা আগের সুরে
নতুন পৃথিবী , পুরান আকাশ
হাসে আজ উপহাসে
তোমার চেয়ে থাকা স্বপ্নসুর আমার কোলাহলে
রূপকথা সব ফিরে যায় , মরে যাওয়া ক্যানভাসে
চেনা ছায়া , অচেনা শরীর
ভিন্ন যেন দেয়ে দেখার চোখ.........