ওরে কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে
ভাইরে ভাই
কেমনে দেখো চোর আসে যায়, যখন আমি থাকি ঘুমায়
আর জাগার সাথে সাথে, কিছু বোঝার আগে, কেমনে কেটে পড়ে
চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে, যায় ভিন্ন প্রকারে
আর ভিন্ন কৌশলে, কেমনে চুরি করে, আমার অগোচরে
ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত, ক্ষণে শূন্য হাতে ফিরে
এই শূন্য ঘরে কিছু পাবে না সে, কেমনে বোঝাই আমি তারে।