অবহেলায় আগলে রাখা
নিভৃতে আঁকা
অবলীলায়।
একাকী একলার ভিড়ে
স্পর্শ নিরোধের
নীরবতায়।
এ এক অলৌকিক বাঁধন
শান্ত পরিমিত (অপেক্ষার)
পালাবদল।
অভাবের অভ্যস্ততা
কিংবা বিলাসিতা
(আগামীর) হাত বাঁধা।
সব হারায় স্পর্শবিধুরতায়
প্রিয় সব শব্দের অশরীর ভিড়ে
তোমার আমার যত ক্ষত
নিযুত কোটি অযুত শত,
সয়ে সব একান্তে
অবশেষে।
অচেনা সময়ে অন্তরালের অতীত পাশে দাঁড়ায়
নিজেকে হারিয়ে অন্ধকারের আপন পূর্ণতায়
ছেঁড়া থাক তবুও ছুঁড়তে মানা
অপুরান পুরোনোতা।
নিভৃতে একলা কান্না ক্ষীণ আলোতেও পথ দেখায়।
মৃত গান ঘুম ভেঙ্গে
একাই জেগে ওঠে
আহত পাথরেই রঙ্গিন
ফুল ফোটে।
শেষের সময় শুরু হলে
অজানা সাহস এসে
যে শীতল মিথোজীবিতায়
সকল জীবন বাঁধা রয়
হারানোর গান পায় না অবকাশ
বিদায় জানানোর।