Back to Top

Kheyal Khushi - Khokar Prosno (Acha Mago Bolna Dekhi Ratri Keno Kalo) (feat. Piyali Sarkar) Lyrics



Kheyal Khushi - Khokar Prosno (Acha Mago Bolna Dekhi Ratri Keno Kalo) (feat. Piyali Sarkar) Lyrics
Official




আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।
চিনি কেন মিস্টি এত
তেতুল কেন টক ।
কোকিল কেন কালো এত
ফরসা কেন বক ।
দুধ কেন মা এত সাদা
মরিচ কেন ঝাল ।
আমগুলো সব পাকলে পরে
কেন হয় মা লাল ।
পশুপাখি কয়না কথা
মানুষ কেন কয় ।
বল বল এসব মাগো
কেমন করে হয় ।
মা হেসে কন,
সোনার খোকা আছেন ভগবান।
যা কিছু সব তিনি করেন
সবই তাহার দান ।
আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।
চিনি কেন মিস্টি এত
তেতুল কেন টক ।
কোকিল কেন কালো এত
ফরসা কেন বক ।
দুধ কেন মা এত সাদা
মরিচ কেন ঝাল ।
আমগুলো সব পাকলে পরে
কেন হয় মা লাল ।
পশুপাখি কয়না কথা
মানুষ কেন কয় ।
বল বল এসব মাগো
কেমন করে হয় ।
মা হেসে কন,
সোনার খোকা আছেন ভগবান।
যা কিছু সব তিনি করেন
সবই তাহার দান ।
আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।
[ Correct these Lyrics ]
Writer: Bibhabati Sen
Copyright: Lyrics © O/B/O DistroKid




Kheyal Khushi - Khokar Prosno (Acha Mago Bolna Dekhi Ratri Keno Kalo) (feat. Piyali Sarkar) Video
(Show video at the top of the page)

Tags:
No tags yet