আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।
চিনি কেন মিস্টি এত
তেতুল কেন টক ।
কোকিল কেন কালো এত
ফরসা কেন বক ।
দুধ কেন মা এত সাদা
মরিচ কেন ঝাল ।
আমগুলো সব পাকলে পরে
কেন হয় মা লাল ।
পশুপাখি কয়না কথা
মানুষ কেন কয় ।
বল বল এসব মাগো
কেমন করে হয় ।
মা হেসে কন,
সোনার খোকা আছেন ভগবান।
যা কিছু সব তিনি করেন
সবই তাহার দান ।
আচ্ছা মাগো বলনা দেখি
রাত্রি কেন কালো।
সূয্যি মামা কোথা থেকে
পেলেন এত আলো ।
ফুলগুলো সব নানান রঙ্গের
কেমন করে হয় ।
পাতাগুলো সবুজ কেন
ফুলের মত নয় ।